Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১


৫ মার্চ ২০২৪ ১১:১৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা-মারধরে মোহাম্মদ উজ্জ্বল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ডিস ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।

নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাত ১১টার দিকে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তার ছোটভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসত বাড়িতে হামলা চালায়। এ সময় হুমায়ুন, সোহেল ও তাদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনার মূলহোতা দুইভাই হুমায়ূন ও সোহেলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে।

নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই বলেও জানান ওসি।

জমি নিয়ে বিরোধ টপ নিউজ প্রতিপক্ষের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর