শেফিল্ডকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আর্সেনালের অনন্য রেকর্ড
৫ মার্চ ২০২৪ ১০:৩১ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১০:৫৮
এই বছরে প্রিমিয়ার লিগে সময়টা দারুণ কাটছে তাদের। ২০২৩ সালে এখনো লিগে হারের মুখ না দেখা আর্সেনাল ছুটছে দুর্বার গতিতে, চাপে রেখেছে শীর্ষে থাকা লিভারপুল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে। রাতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে গানার্সরা। শেফিল্ডের মাঠে ৬-০ গোলে জিতে লিগে টানা সাত ম্যাচে জয়ের স্বাদ পেল তারা। একই সাথে অনন্য এক রেকর্ডও গড়েছে আর্টেটার দল। লিগের ইতিহাসের প্রথম ক্লাব হিসাবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে ৫ গোলের ব্যবধানে জিতল আর্সেনাল।
শেফিল্ডের মাঠে রীতিমত তান্ডব চালিয়েছে আর্সেনাল। ৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ওডেগার্ড, বক্সের ভেতর একা বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বোগলে আত্মঘাতী গোলে। সাকার শট তার পায়ে গেলে জালে জড়ায়। ১৫ মিনিটে মার্টিনালির দুর্দান্ত এক শটে ৩-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। দলের এমন বেহাল দশা দেখে অনেক শেফিল্ড সমর্থক তখনই মাঠ ছাড়তে শুরু করেন!
২৫ মিনিটে আবারও আসে গোল। মার্টিনালির দারুণ এক পাসে বল পেয়ে শেফিল্ড কিপারকে পরাস্ত করেন হ্যাভার্টজ। ৩৯ মিনিটে রাইসের শট গ্যাব্রিচকে বোকা বানালে হাফ টাইমের আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর ৫৮ মিনিটে হোয়াইটের জোরালো শটে ৬-০ গোলে এগিয়ে যায় গানার্সরা।
শেফিল্ডের লজ্জা আরও বাড়তে পারত। তবে বেশ কয়েকটি সুযোগ নস্ট হওয়ায় আর গোল পায়নি আর্সেনাল। গোলের তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি শেফিল্ডও। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানের বড় জয় নিয়েই বাড়ি ফিরেছে আর্সেনাল। এই জয়ে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ ও সিটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে রইল আর্সেনাল। অন্যদিকে ২৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অবনমন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে শেফিল্ডের।
সারাবাংলা/এফএম