এস আলম’র মিলে আগুন: পুড়ছে রোজার জন্য আমদানি করা চিনি
৪ মার্চ ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৯:১৯
চট্টগ্রাম ব্যুরো : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানায় আগুন লেগেছে। গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, রমজানে বাজারে সরবরাহ করতে পরিশোধনের জন্য রাখা একটি গুদামের প্রায় সব চিনি পুড়ে গেছে।
সোমবার (৪ মার্চ) বিকেলে ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সংবাদ পেয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। কর্ণফুলী স্টেশন থেকে একটি এবং চন্দনপুরা ও আগ্রাবাদ থেকে আরও আটটিসহ মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক সারাবাংলাকে জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন যেন পুরো কারখানায় ছড়াতে না পারে সেই চেষ্টা তারা করছেন।
ঘটনাস্থলে থাকা এস আলম গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল সারাবাংলাকে বলেন, ‘এ কারখানায় আমদানি করা কাঁচা চিনি পরিশোধন করা হয়। চার লাখ মেট্রিকটন ক্যাপাসিটি আছে। ইউনিট-ওয়ান এর গুদামে আগুন লেগেছে। সেখানে এক লাখ মেট্রিকটন অপরিশোধিত চিনি ছিল। সেগুলো সব পুড়ে গেছে। রমজানের জন্য চিনিগুলো আমদানি করা হয়েছিল। আগুন যাতে মূল কারখানা এবং ফিনিশড সুগার যেখানে রাখা হয়, সেখানে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছি। সেখানে আগুন লাগলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।’
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এস আলম গ্রুপের এ কর্মকর্তা ধারণা করছেন।
কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘যে গুদামে আগুন লেগেছে, সেখানে কী পরিমাণ পরিশোধিত কিংবা অপরিশোধিত চিনি ছিল, সেটার চূড়ান্ত হিসেব আমরা এখনও করতে পারিনি। তবে কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, সেখানে প্রায় এক লাখ মেট্রিক টন চিনি ছিল। আগুন পুরোপুরি নেভানোর পর খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত তথ্য আমরা দিতে পারব।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য তারা পাননি।
ছবি: শ্যামল নন্দী, স্টাফ ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/আরডি/একে