Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪ ১৭:৫৭ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৮:০১

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

তিন ফরম্যাটে অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হলও নাজমুল হোসেন শান্তর। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে লড়াইয়ে জিতেছেন তিনি। টসে জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচে অভিষেক হচ্ছে জাকের আলির।

আলিসের ইনজুরিতে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেয়েছিলেন জাকের। প্রথম ম্যাচেই মাঠে নামছেন অভিষেক হওয়া এই তরুণ। তিনিসহ ছয় ব্যাটার নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। বোলিংয়ে তিন পেসারের সাথে থাকছেন দুই স্পিনার।

বিজ্ঞাপন

শ্রীলংকা দলে নেই নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা, নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। আসালাংকার নেতৃত্বে অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামছে লংকানরা।

বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাংকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), আভিশকা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা দানাঞ্জয়া, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টস বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শান্ত সিলেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর