Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাক্কুসহ ৩ প্রার্থীই আ.লীগের— দাবি বিএনপির কায়সারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৬:৫৬

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী আওয়ামী লীগের বলে দাবি করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা নিজাম উদ্দীন কায়সার। গণসংযোগের অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এমন দাবি করেন।

কায়সার বলেন, তাহসিন বাহার সূচনা ও নূর উর রহমান মাহমুদ তানিম আওয়ামী লীগ নেতা। তাদের সঙ্গে যোগ হয়েছেন মনিরুল হক সাক্কু। তিনি বর্তমান সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারের সঙ্গে আঁতাত করে নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মনিরুল হক সাক্কু মেয়র থাকাকালীন অনেক দুর্নীতি করেছেন। এখন তিনি যেন দুর্নীতির মামলায় না পড়েন, সেজন্য ঢাকায় বসে মিটিং করেন। আমাকে নির্বাচনে ফেল করবার জন্যই সাক্কু সাহেব নির্বাচন করছেন। সে জন্য আমি মনে করি আমি ছাড়া বাকি তিন প্রার্থীই আওয়ামী লীগের।

তবে বিষয়টি মানতে নারাজ সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

তিনি বলেন, কায়সার কবে থেকে বিএনপি করে আমি জানি না। তবে আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। বিএনপি আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। কেউ বললেই আমি আওয়ামী লীগের হয়ে যাবো এটাতো হতে পারে না।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুসিক উপ-নির্বাচন। এবার মেয়র প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন-নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা (বাস প্রতীক)। একই কমিটির উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক)। সাবেক মেয়র ও বিএনপিনেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দীন কায়সার। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।

সারাবাংলা/এনইউ

কুসিক টপ নিউজ নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর