Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৬:১৭

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় শহীদ সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুরে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ সরদার ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি ফরিদপুরের সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় পৌছালে পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চালক শহীদের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর