অপপ্রচার রোধে ডিসিদেরকে কাজ করার আহ্বান অর্থমন্ত্রীর
৪ মার্চ ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৫:৫৩
ঢাকা: জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে দেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন মাধ্যমে মাঝে মাঝে যে অপপ্রচার চালানো হয় সেদিকে নজর দিতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন রুখে দিতে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আপনাদের সেদিকে দৃষ্টি দিতে হবে এবং সরকারের উন্নয়ন তুলে ধরতে কাজ করতে হবে।’
সোমবার (৪ মার্চ) বেলা সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিসিদের জন্য কোন পরামর্শ ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি বিষয় তাদের বলেছি এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজকে সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ২১৬ মিলিয়ন ডলার। আমাদের সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই আমরা তো এখানে অনিশ্চয়তারও কিছু নেই, হতাশারও কিছু নেই। তবু এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেমন বিএনপির যিনি মহাসচিব তিনি তার জায়গা থেকে বলেছেন তিনি কোন উন্নয়ন দেখতে পাচ্ছেন না। ওরা তো এসব কথাই বলে।’
মন্ত্রী বলেন, বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া তিনি তো বলেছেন এই ব্রিজ (পদ্মা সেতু) ভেঙে পড়বে। এসব কথাবর্তা তো সিরিয়াস কোন কিউরিসিজম না। এগুলো থেকে সত্যিকার যেটা আসল চিত্র সেটি তুলে ধরার জন্য ডিসিদের আহ্বান করা হয়েছে।
মূল্যস্ফীতির ব্যাপারে ডিসিদের কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো। আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেওয়া হয়েছে, তারা তো সস্তা দামে পাচ্ছে।’
আয়কর আদায়ে ডিসিদের কোন নির্দেশনা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘হ্যাঁ দিয়েছি। তারা সহায়তা করবে। তারা যেটা করছেন, সেটা করবেন তারা। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।’
সারাবাংলা/জেআর/এমও