Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাভালনির মৃত্যু: ৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৪ ১৩:৫৮ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৫:৪৭

কারাগারে মারা যাওয়া রাশিয়ার রাজনীতিবিদ অ্যালেক্সে নাভালনি মৃত্যুর পর কানাডা ৬ রুশ কর্মকর্তার বিরুদ্ধে রোববার নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।

কানাডার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে আর্কটিক কারাগারে বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ ৬ কর্মকর্তার ওপর এই নিষেধাঞ্জা জারি করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ৬ কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সাথে জড়িত ছিল। খবর এএফপি’র।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের অংশীদারদের পাশাপাশি, কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা যে, মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত।’

এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

৪৭ বছর বয়সী নাভালনি ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের একটি কারাগারে মারা যান। তিনি ‘চরমপন্থার’ দায়ে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

তার পরিবার ও মিত্ররা ক্রেমলিনকে তাকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। পশ্চিমের নেতারা শুরু থেকেই তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন।

সারাবাংলা/এমও

কানাডার নিষেধাজ্ঞা টপ নিউজ নাভালনির মৃত্যু রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর