Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ১১টি সোনার বারসহ যুবতী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ০০:০১

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি অবৈধ সোনার বারসহ এক যুবতীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আটক যুবতী হলেন- জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে তাছলিমা খাতুন (২৫)।

বিজ্ঞাপন

সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ভারতে সোনা চোরাচালান হবে- এমন খবর পেয়ে তার নেতৃত্বে সীমান্তের প্রধান খুঁটি ৭৮ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ছয়ঘরিয়া গ্রামের এদিন বেলা ১১টার দিকে একদল বিজিব সদস্য অবস্থান নেয়। এ সময় ইজিবাইকে করে কয়েকজন যাত্রী ওই গ্রামের ভেতর দিয়ে সীমান্তের দিকে যেতে থাকে। তখন ইজিবাইকটি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ওই যুবতী তার কোমর থাকা একটি প্যাকেট খুলে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি জানান, পরে সেই প্যাকেট থেকে ১ কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়। তখন বিজিবি সদস্যরা তাকে অবৈধ সোনার বারসহ আটক করে। এর পর তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

সেইসঙ্গে জব্দ করা অবৈধ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর।

সারাবাংলা/পিটিএম

যুবতী আটক সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর