Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে নকল দিতে গিয়ে ধরা শিক্ষক বাবা, ৪ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ২১:২৭

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে মেয়েসহ অন্যান্য শিক্ষার্থীদের নকল সরবরাহ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ছফির উদ্দিন (৫০) নামে এক মাদরাসা শিক্ষক । এ ঘটনায় ওই শিক্ষককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছফির উদ্দিন উপজেলার রহমতচর দাখিল মাদরাসার শিক্ষক।

বিজ্ঞাপন

হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদরাসার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব মোহাম্মদ আলী বলেন, ‘রোববার ওই পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এ সময় নিজ মেয়েসহ অন্যদের নকল সরবরাহ করতে গেলে ছফির উদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে চার মাসের কারাদণ্ড দেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নকল বাবা মেয়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর