Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারিভাবে নিবন্ধনকারী হজ যাত্রীদের নিতে হবে খাবার খরচ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ২১:১৮ | আপডেট: ৩ মার্চ ২০২৪ ২১:৫১

ঢাকা: সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাওয়া বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে। রোববার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, চলতি বছর সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করা হয়। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চালু রাখা হয়েছিল। এবারের হজে সরকারি মাধ্যমে যেসব হজযাত্রী সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের ট্রেন ভাড়া বাবদ অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা দিতে হবে। খাবারের জন্য ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা থেকে এই টাকা কাটা হবে। এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারীদের সৌদি আরব যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

খাবার খরচ টপ নিউজ হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর