‘মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই রাজনীতি’
৩ মার্চ ২০২৪ ১৭:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২৪ ১৮:৩৫
ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান বলেছেন, আমাদর সেনাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা মানুষ ও দেশের জন্য কাজ করে যাব। মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের রাজনীতি। এখানেও এর ব্যত্যয় হবে না।
পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় প্রথম অফিসে এসেই তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তারা তাকে স্বাগত জানালে তিনি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারের নেতৃত্বে পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামন বলেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের ভিশন একটাই, তা হলো- জাতির জনকের সেনার বাংলা গড়ে তোলা। যদিও এটা ধরা ও ছোঁয়া যায় না। কিন্তু অনুভব করা যায়। আমরা তার স্বপ্নের সোনার বাংলা বিনিমানে কাজ করে যাব।’
প্রধানমন্ত্রী যেভাবে কাজের দিকনির্দেশনা দেবেন তার সৈনিক হিসেবে আমি তা বাস্তবায়নে কাজ করে যাব।
সারাবাংলা/জেজে/পিটিএম