‘যিনি জেলা প্রশাসক সব দায়িত্ব তার ওপরেই বর্তায়’
৩ মার্চ ২০২৪ ১৫:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২৪ ১৬:৪৯
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব প্রকল্পের রিপোর্ট আপনাদের কাছ থেকে নেব। অনেক মন্ত্রণালয় কাজ করবে কিন্তু যখন যিনি জেলা প্রশাসক থাকবেন, সব দায়িত্ব তার ওপরেই বর্তায়। ভালো-মন্দের দায়িত্বও তাকে নিতে হবে।’
রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয় ও মাঠের বাস্তবতা অনুধাবনের লক্ষ্যে) থেকে শুরু হলো ৪ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘সব প্রকল্পের রিপোর্ট আপনাদের কাছ থেকে নেবো। সেদিকে দৃষ্টি দেওয়া উচিত যে কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি না, যথাযথ জায়গায় হচ্ছে কি না, যত্রতত্র যাতে না হয়। রাস্তা-ঘাট, পুল-ব্রিজ বা কোনও স্থাপনা, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা-মন্দির যা যা আমরা করি, সব পরিকল্পিতভাবে করা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আর্থিকভাবে দেশ কতটুকু স্বচ্ছল হবে, সেই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি কতটুকু হবে, সেটা বিবেচনা করেই প্রকল্প গ্রহণ করতে হবে। শুধু বড় বড় প্রকল্প আর টাকা অঙ্ক, সেই প্রকল্প আমি গ্রহণ করি না। অনেক সময় যাদের কাছ থেকে ঋণ নিই, তারাও বড় প্রকল্প নিয়ে আসে। কিন্তু আমি সব সময় বিবেচনা করি দেশের জন্য কোনটা প্রয়োজন, তার থেকে মানুষ কতটা উপকৃত হবে, তার রিটার্ন কী আসবে।’
তিনি আরও বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন হয় মন্ত্রণালয় থেকে, কিন্তু জেলা প্রশাসক হিসেবে, কমিশনার হিসেবে জমি দেওয়ার সময় আপনাদের কাছ থেকেই অনুমোদন নেয়। তাই জমি যদি আপনারা দেবেন, সব যখন আপনারা করবেন, তাহলে নজরদারি করবেন না কেন? কাজেই সব প্রকল্পে নজরদারি করার অধিকার আপনাদের আছে। সেটা আপনারা করবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার প্রধান শেখ হাসিনা। আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।
সারাবাংলা/এনআর/এমও