Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৪ ১৮:০৮ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১৯:২৮

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ড্রোন হামলা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে একটি ড্রোন বহুতল ভবনে বিধ্বস্ত হয়। এতে বড় একটি বিস্ফোরণ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ফনটানকার খবরে বলা হয়, শহর কর্তৃপক্ষ এ ঘটনা নিশ্চিত করেছে। শনিবার সকালে শহরের উত্তর অংশে একটি বিস্ফোরণ হয়। এতে একটি আবাসিক ভবনের গুরুতর ক্ষতি হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের মেয়র অ্যালেক্সান্ডার বেগলভ অবশ্য প্রাথমিকভাবে এ বিস্ফোরণে ড্রোন জড়িতের তথ্য অস্বীকার করেন। পরে স্থানীয় ন্যাশনাল গার্ড ডিপার্টমেন্ট জানায়, ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে ভবনের ক্ষতি হয়েছে। ভবন থেকে প্রায় ১০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

অপর একটি স্থানীয় সংবাদমাধ্যম ৪৭নিউজের খবরে বলা হয়, সেন্ট পিটার্সবার্গ এলাকায় দুটি ড্রোন দেখা গেছে। একটি ড্রোন ওই ভবনে বিধ্বস্ত হয়। অপর ড্রোনটি শহরের পূবে ভিসেভোলজেস্কি জেলায় বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। শহরে ড্রোন হামলা ইউক্রেন চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও ইউক্রেন কর্তৃপক্ষ ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর