Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে প্রাণহানির ঘটনায় মোদির শোক, শেখ হাসিনাকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ১৭:১৫ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১৮:৫১

ঢাকা: রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে তিনি এই শোক জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা চিঠিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রীন কোজি কটেজ ভব‌নে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেন। এ ছাড়া তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, এই দুঃখের সময়ে ভারত যেমন বাংলাদেশের পাশে রয়েছে ঠিক তেমনি তার চিন্তাভাবনা এবং প্রার্থনা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সবসময় থাকবে। তি‌নি আহত ব‌্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বেইলি রোডের গ্রীন কেজি কটেজ ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী বেইলি রোড ভবনে আগুন মোদি মোদির শোক শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর