Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোড আগুন: দগ্ধ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ১২:১৯ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১৮:৩২

ঢাকা: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২মার্চ) সকাল ১১টার দিকে আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতিয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আহতদের দেখে স্বস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বার্ণ ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে ১১ জনেরর মধ্যে থেকে ছয়জন সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। পাঁচজন ভর্তি থাকবে। এদের কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাদের কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা, চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এখানকার চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন।

আরও পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

সারাবাংলা/এসএসআর/ইআ

গ্রিন কোজি কটেজ বেইলি রোডে আগুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর