Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকের আগেই শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন আলিস

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৪ ১১:৫২

অভিষেকের আগেই ইনজুরিতে পড়ে সিরিজ শেষ আলিসের

বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। শ্রীলংকা সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার আলিস আল ইসলাম সিরিজ শুরুর আগেই শুনলেন দুঃসংবাদ। আঙ্গুলের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়ে অভিষেকের স্বপ্নটা পূর্ণ হচ্ছে না আলিসের।

চোটে পড়ার আগে কুমিল্লার হয়ে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন আলিস। দারুণ পারফর্ম করে প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি সিলেটের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন আলিস। আর এই চোটই কাল হয়ে দাঁড়ালো তার। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াডে থাকলেও এই সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিসিবির এক সুত্র ক্রিকবাজকে নিশ্চিত করেছে, আলিস শ্রীলংকার বিপক্ষে সিরিজে থাকছেন না, ‘আলিসের ফিট হতে আরও দুই সপ্তাহ লাগবে। তাই দলের সাথে সে সিলেট যাচ্ছে না।’ এছাড়া কুমিল্লার কোচ সালাউদ্দিনও জানিয়েছেন, সিরিজ থেকে ছিটকে গেছেন আলিস, ‘তার আঙ্গুলে চোট আছে। খুব সম্ভবত সে শ্রীলংকা সিরিজে খেলবে না।’

সারাবাংলা/এফএম

আলিস ক্রিকেট বাংলাদেশ শ্রীলংকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর