কোন শর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তামিম?
২ মার্চ ২০২৪ ০১:১৫ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১২:১১
বিশ্বকাপের আগে হওয়া আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ দেন অবসরের ঘোষণা। তামিম ইকবালের সেই অবসরের ঘোষণার কয়েকদিনের মাঝেই আবার অবসর ভেঙ্গে ফেরার ঘোষণা দেন তিনি নিজেই! এরপর অনেক নাটকীয় ঘটনা ঘটলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে দেখা যায়নি তামিমকে। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেই বিপিএলের এবারের আসরের টুর্নামেন্টে সেরা তামিম, দলকেও জিতিয়েছেন প্রথম শিরোপা। শিরোপা জয়ের পর তামিম বলেছেন, তাকে বাংলাদেশ জাতীয় দলে ফেরাতে হলে বোর্ডকে অনেক কিছুই ঠিক করতে হবে।
অবসর থেকে ফিরলেও জাতীয় দলে তার খেলা নিয়ে নানা শঙ্কা লেগেই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। বিশ্বকাপে খেলতে পারেননি, ছিলেন না এর পরের সব সিরিজেও। বিপিএল দিয়েই ক্রিকেটে ফেরা তামিম সবাইকে চমকে দিয়েই ব্যাট হাতে জাদু দেখিয়েছেন। দারুণ পারফর্ম করা তামিম কি আদৌ জাতীয় দলে আর ফিরবেন? প্রশ্নটা জেগেছে সবার মনেই।
তামিম নিজেই জানালেন, বেশ কিছু ব্যাপার ঠিক হলেই তাকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে, ‘প্রধান নির্বাচকের সাথে আমার কথা হয়নি। জালাল ভাইয়ের সাথে হয়েছে। আমার সাথে তার বসার কথা ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত পারিনি। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে দেশের বাইরে যাচ্ছি। আশা করি আসার পর আমরা বসব। একটা জিনিস পরিস্কার করে বলতে চাই, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো মানে নেই। কারণ আমি ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সাথে বলতে হবে। এখনো এই ব্যাপারে ফাইনাল কথা হয়নি। সংবাদ সম্মেলনে এসব বলা উপযুক্ত না।’
তামিমের ফিটনেস নিয়ে মন্তব্য করে বিশ্বকাপের আগে বেশ আলোচিত হয়েছিলেন তারই সতীর্থ সাকিব। তামিম জানালেন, বিশ্বকাপের সময় এখনকার চেয়েও ফিট ছিলেন তিনি, ‘শারীরিকভাবে আমি আরও ভালো ছিলাম ওই সময়। এখন তো পেট টেট বের হয়েছে দেখছেন। আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম। আমি যতক্ষণ উনাদের সাথে এসব নিয়ে কথা না বলি ততক্ষণ এসব নিয়ে মন্তব্য করা উচিত হবে না।’
সারাবাংলা/এফএম