Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারীতে রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে

জবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ০০:০০ | আপডেট: ২ মার্চ ২০২৪ ০০:০২

ঢাকা: রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়ারীর পোস্ট অফিসের বিপরীতে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। তবে সেখানে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নেই।

তিনি জানান, ওয়ারীতে একটি রেস্টুরেন্টের কিচেনে আগুন ছিল। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে। সোয়া ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় সাড়ে ১০টার দিকে।

এ ঘটনায় সূত্রাপুর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিলো। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমও

আগুন ওয়ারীর রেস্টুরেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর