Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি ফেরত প্রবাসী পরিবারের ৫ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৮:০১ | আপডেট: ১ মার্চ ২০২৪ ১৯:৫৫

ঢাকা: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে। একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি যেন আকাশ-বাতাস ভারী করে তুলছে।

নিহতরা হলেন শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নূরী (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় ব্রাহ্মণবাড়িয়ার দিকে। বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, কাউসার দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন। তিনি তিন মাসের ছুটিতে আসছিলেন। এবার স্বপরিবারে ইতালি যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে অগ্নিদগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া ও নূর এবং ছেলে আব্দুল্লাহ নিহত হন।

এর আগে, বৃহস্পতিবার (১ মার্চ) রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ জনের মরদেহ শনাক্ত হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর করা হয়েছে ৩৮টি মরদেহ।

সারাবাংলা/ইউজে/একে

আগুন টপ নিউজ বেইলী রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর