Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অগ্নিকাণ্ড বারবার ঘটতে থাকা মানে অন্ধকার যুগে বসবাস’

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৭:৫২

ঢাকা: বারবার এ ধরনের অগ্নিকাণ্ড ঘটতে থাকা মানে আমাদের অন্ধকার যুগে বসবাস করার মতো বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

শুক্রবার (১ মার্চ) বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বেইলী রোডের ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বারবার একই ধরনের ঘটনা দেখছি। মানুষ মারা যাচ্ছে। কিছুদিন এই ঘটনা নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করে, এরপর আবার সব চুপচাপ হয়ে যায়। দেখুন গত বছরের ৪ জুন জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটা জাতীয় সেমিনার করেছিলাম। সেখানে আমরা নিমতলীর অগ্নিকাণ্ড , চুড়িহাট্টার ঘটনা, বনানীর ঘটনা, বঙ্গবাজারের ঘটনা, নিউমার্কেটের ঘটনাসহ বড় বড় যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এসব ঘটনায় কী কী সমস্যা আছে এবং কী কী করা উচিত- সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই ভবনটির বেলায় দেখুন। এই ভবনটির একটিমাত্র সিঁড়ি, কোনো ধরনের ফায়ার এক্সিট নেই। প্রত্যেক সিঁড়িতে গ্যাসের সিলিন্ডার রাখা আছে। যা অত্যন্ত ভয়ঙ্কর। এ রকম অবস্থা যখন চলে তখন আপনি কীভাবে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। এসব ব্যাপারে কিছু কর্তৃপক্ষের দায় আছে, দায়িত্ব রয়েছে। সেসব কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলোতে ফায়ার সেফটি অবশ্যই নিশ্চিত করতে হবে। এসব ভবনের এক্সিট ব্যবস্থা নিশ্চিত করতে, পর্যাপ্ত সিঁড়ির ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘মূল্যছাড় দেওয়ার কারণে গতকাল কাচ্চি ভাই রেস্টুরেন্টে অনেক অনেক কাস্টমার এসেছিল। কিন্তু দুর্ভাগ্য তারা কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারেনি। এটি আমাদের দুর্ভাগ্য, আমরা এসব বিষয়ে কখনো সচেতন হচ্ছি না। আমাদের আরও সচেতন হতে হবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ রকম দুর্ঘটনা বার বার বহাল তবিয়তে থাকা ঘটা মানে আমাদের অন্ধকার যুগে বসবাস করার মতো। আমাদের এখন আলোর দিকে আসতে হবে। ফায়ার সেফটির জন্য আমাদের আলোকিত অবস্থায় আসতেই হবে।’

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

আগুন টপ নিউজ বেইলী রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর