Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিএনপির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৭:২০ | আপডেট: ১ মার্চ ২০২৪ ১৯:২৩

ঢাকা: রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপিরস মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেইলী রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি, শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।’

বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং অগ্নিদগ্ধের আহতদের সুচিকিৎসার দাবি জানান।

সারবাংলা/এজেড/একে

আগুন টপ নিউজ বিএনপি বেইলী রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর