ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি গুলিবর্ষণে প্রাণ গেল ১১২ ফিলিস্তিনির
১ মার্চ ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ১ মার্চ ২০২৪ ১৭:২০
গাজায় ত্রাণ নেওয়ার সময় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ভিড়ে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৬০ জন।
গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় সড়কে এ ঘটনা ঘটেছে। ত্রাণবাহী কয়েকটি লরি কেন্দ্র করে জড়ো হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি। পাশেই ছিল ইসরাইলি ট্যাঙ্ক। আচমকা অপেক্ষমাণ হাজার হাজার মানুষের ওপর ইসরাইলি সেনারা গুলি চালায়।
এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ ঘটনা নিয়ে আলোচনা করতে জরুরি রুদ্ধদ্বার সভা ডেকেছে। নিরাপত্তা পরিষদে আরব প্রতিনিধি আলজেরিয়া এ ঘটনায় ইসরাইলকে দায়ী করে একটি বিবৃতি জারি করেছে।
পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ আলজেরিয়ার এই প্রস্তাবকে সমর্থন করলেও মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফিলিস্তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত রিয়াদ মনসুরের উদ্ধৃতি দিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, ঘটনার সত্যতা এখনও অস্পষ্ট।
ইসরাইল এ ঘটনার দায় অস্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ট্যাঙ্কগুলো থেকে সতর্কীকরণ গুলি ছোড়া হয়েছিল। কোনো ত্রাণবাহী লরিতে গুলি করা হয়নি। অনেকেই গুলির শব্দে দৌড়াদৌড়ির সময় প্রাণ হারিয়েছেন।
তবে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের দাবি প্রত্যাখ্যান করেছে। হামাস বলেছে, বেসামরিক লোকদের উপর ইসরাইলি সেনাদের সরাসরি গুলি চালানোর অস্বীকার্য প্রমাণ তাদের কাছে রয়েছে।
সারাবাংলা/আইই