Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছি, কিন্তু মানে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ১ মার্চ ২০২৪ ১৫:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতল ভবনটির নির্মাণ ত্রুটির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সেখানে কোনো ফায়ার এক্সিট ছিল না। ৪৫ জন মানুষ মারা গেছেন, এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? অথচ অগ্নিনির্বাপক যন্ত্র লাগানো, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে বারবার আমরা নির্দেশ দিচ্ছি। সেটা কিন্তু আর মানে না।’

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিমা দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে সারাদেশে দিবস উদযাপন করেছে অর্থমন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিজ্ঞাপন

শেখ হাসিনা আরও বলেন, ‘বেইলি রোডে একটা বহুতল ভবন, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। আর আমি জানি এখানে নিশ্চয়ই ইনস্যুরেন্স নেই, কাজেই তারা কিছু পাবেও না। এক্ষেত্রে সচেতনতাটা খুব বেশি প্রয়োজন। তাই মানুষ যাতে আরও ব্যাপকভাবে সচেতন হয়, সে ব্যাপারে কাজ করতে হবে।’

নিয়ম মেনে ভবন নির্মাণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় আমাদের স্থপতিদের অনুরোধ করি, আপনারা অন্তত পক্ষে যখন ঘরবাড়ি তৈরি করেন, একটু খোলা বারান্দা, ফায়ার এক্সিট বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। কিন্তু যারা ভবন তৈরি করতে চান, আর্কিটেক্টরাও ওরকম ডিজাইন ঠিক মতো করবে না। আবার মালিকরাও এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে আমরা একটা মর্যাদা ফিরিয়ে পেয়েছি। একাত্তরের যুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা পেয়েছিলাম। যা ৭৫’র সালে জাতির পিতাকে হত্যার পর হারিয়ে গিয়েছিল। আমরা আবার সেই সম্মানটা ফিরিয়ে আনতে পেয়েছি। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সুযোগটা হয়েছে। ২০০৯ সালে নির্বাচনে জয়ী হয়ে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি বলেই আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।’

বিজ্ঞাপন

বিমা দিবস উপলক্ষে দু’টি গ্রুপে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উভয় ক্ষেত্রে বিমা শিল্পের বিকাশে অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে দু’টি করে সম্মানসূচক ক্রেস্ট পেয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।

সারাবাংলা/এনআর/এনএস

জাতীয় বিমা দিবস-২০২৪ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর