Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে আনসার-বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ০০:৫৩ | আপডেট: ১ মার্চ ২০২৪ ০৩:১৫

ঢাকা: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁ থেকে গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার করার জন্য আনসার, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে আনসার সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এজিবি সদস্যের একটি প্লাটুন মোতায়েন করা হয়। পরে বিজিবি সদস্যরাও সেখানে যুক্ত হন।

রাত ১২টার তথ্য বলছে, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন প্লাটুন সাধারণ আনসার ও এক প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন ছিলেন।

ফায়ার সার্ভিসের সঙ্গে আনসার ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছেন।

সারাবাংলা/ইউজে/টিআর

আনসার-বিজিবি বেইলি রোড আগুন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর