বেইলি রোডে আগুন: কাঁচ ভেঙে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা
১ মার্চ ২০২৪ ০০:১৯ | আপডেট: ১ মার্চ ২০২৪ ০৩:১৩
ঢাকা: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনের ঘটনায় ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকেই। ভবনের বিভিন্ন পাশের কাঁচ ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের তিন তলায় কিছু লোক আটকা পড়ে আছেন। তারা বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা সেখান থেকে দ্রুত তাদের উদ্ধারের জন্য বার্তা পাঠাচ্ছেন। তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে তৃতীয় তলায় পৌঁছান। সেখানকার দেয়ালের কাঁচ ভেঙে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান শুরু করেছেন তারা।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে গ্রিন কোজি কটেজ নামে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/টিআর