Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণে আসেনি বেইলি রোডের আগুন, জীবিতদের উদ্ধার চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৫ | আপডেট: ১ মার্চ ২০২৪ ০৩:১৭

ঢাকা: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর আগুন এক ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ওই ভবন থেকে আনুমানিক ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ১৩জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামে ভবনটিতে আগুন লাগে। রাত ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ৯টা ৫৬ মিনিটে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটটি ইউনিট কাজ শুরু করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দুই দফায় আরও দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখন ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

ভবনটির দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। এর ওপরের দিকে আবাসিক ফ্ল্যাট রয়েছে। স্থানীয়রা জানান, রাতের এই সময়ে সাধারণত রেস্তোরাঁটিতে প্রচুর জনসমাগম থাকে। ফলে অনেক মানুষ রেস্তোরাঁটিতে আটকা পড়তে পারেন।

ওই ভবনেরই ৬ষ্ঠ তলায় রয়েছে ফুকো হয় রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের এক কর্মী জানান, দ্বিতীয় তলায় আগুন লাগলেও খুব দ্রুত সেই আগুন তাদের ওখানেও পৌঁছে যায়। তারা ১৫/২০ দ্রুত ছাদে আশ্রয় নেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবন থেকে জীবিতদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে কর্মরতরা জানিয়েছেন, রাত ১১টা পর্যন্ত অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এরকই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন কাচ্চি ভাই রেস্টুরেন্ট বেইলি রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর