Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলিক আইন বাংলায় অনুবাদ করতে কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২১

ঢাকা: দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮, দেওয়ানি কার্যবিধি-১৯০৮ ও তামাদি আইন-১৯০৮ সাক্ষ্য আইনের মতো মৌলিক আইনগুলো বাংলায় অনুবাদ করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পাঁচ সদস্যের কমিটিতে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আইন কমিশনের একজন প্রতিনিধি, বাংলা একাডেমির একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, মৌলিক আইনের নির্ভরযোগ্য কোনো বাংলা পাঠ নেই। এসব আইন ব্রিটিশ আমলে তৈরি করা। এ জন্য আইনগুলোর বাংলা পাঠ তৈরি করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ২৯ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশের পর সাড়া না পেয়ে এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই ১০ আইনজীবী হাইকোর্টে রিট করেন।

রিটকারী ১০ আইনজীবী হলেন— মোস্তাফিজুর রহমান, মীর ওসমান বিন নাসিম, মো. আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জোবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

রিটে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব, বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান, বাংলা একাডেমির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে আদালতের কার্যক্রম সংক্রান্ত মৌলিক আইনগুলো বাংলায় অনুবাদের আবেদন জানানো হয়। আইনগুলোর মধ্যে রয়েছে— Penal Code 1860 (দণ্ডবিধি ১৮৬০), Evidence Act 1872 (সাক্ষ্য আইন ১৯৭২), Contract Act 1872 (চুক্তি আইন ১৮৭২), Specific Relief Act 1877 (সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭), Civil Courts Act 1887 (সিভিল কোর্টস অ্যাক্ট ১৮৮৭) Transfer of PropertyAct, 1882 (সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২), Code of Criminal Procedure 1898 (ফৌজদারি কার্যবিধি ১৮৯৮), Code of Civil Procedure 1908 (দেওয়ানি কার্যবিধি ১৯০৮), Limitation Act 1908 (তামাদি আইন ১৯০৮), The Supreme Court of Bangladesh (Appellate Division) Rules 1988 (বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস, ১৯৮৮) The Supreme Court of Bangladesh (High Court Division) Rules 1973 (বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) রুলস ১৯৭৩) Criminal Rules and Orders (Practice and Procedure of Subordinate Courts) 2009, (ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস ২০০৯), Civil Rules and Orders (সিভিল রুলস অ্যান্ড অর্ডারস)।

ওই রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৪ মার্চ রুল জারি করে কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তবে নির্দেশের পরও কমিটি গঠন না হওয়ায় আজ বৃহস্পতিবার কমিটি করে দিলেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আইন বাংলায় অনুবাদ টপ নিউজ বাংলায় অনুবাদ মৌলিক আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর