Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৯

নওগাঁ: নওগাঁর পোরশায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন বিচারক।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলার শাহ পুকুর দিঘীপাড়া গ্রামের আকবর আরীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক জানান, পোরশা উপজেলার পূর্বগ্রামের রবিউল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। জীবিকার তাগিদে মোস্তাফিজুর স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে কুমিল্লায় বসবাস শুরু করেন। সেখানে দাম্পত্য কলহ শুরু হলে একপর্যায়ে ফাতেমা বেগমকে তার বাবার বাড়িতে রেখে যান স্বামী মোস্তাফিজুর। পরে তিনি ওই বাড়িতে বেড়াতে গেলে ২০২২ সালের ১২ জুন সকালে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর গলায় ওড়না পেচিয়ে ফ্যানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় ফাতেমার বাবা রবিউল ইসলাম ওই দিনই মোস্তাফিজুরকে একমাত্র আসামি করে পোরশা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, যুক্তিতর্কসহ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আসামি মোস্তাফিজুর রহমানকে আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। এ সময় আসামি আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

নওগাঁ স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর