নৌযানডুবি: ২ লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১২ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বঙ্গোপসাগরে বালুবাহী বাল্কহেড ডুবির চারদিন পর দুই শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। একই ঘটনায় আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও আকিলপুর সমুদ্র উপকূল থেকে ভেসে আসা লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ।
মৃত আব্দুল মান্নান (২৬) ও নবী হোসেন (১৮) লক্ষ্ণীপুর জেলার রামগতি উপজেলার বালুরচর সবুজগ্রামের বাসিন্দা। দু’জনই বালুবাহী বাল্কহেডের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. নাছির উদ্দিন সারাবাংলাকে জানান, সকালে আকিলপুর এলাকা থেকে নবী হোসেনের এবং বিকেলে বাঁশবাড়িয়া এলাকা থেকে মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো পানিতে ভেসে সাগরতীরে এসেছিল।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর কালুরঘাট থেকে বাল্কহেডে বালু নিয়ে সন্দ্বীপ যাচ্ছিল চারজন। পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরের ঢেউয়ে বাল্কহেডটি উল্টে তারা নিখোঁজ হন। এদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করাহলো। আরও দুজন এখনও নিখোঁজ আছেন।
সারাবাংলা/আরডি/পিটিএম