Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে প্রতি ৯৯০ জনের বিপরীতে হাসপাতালে বেড ১টি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮

ঢাকা : দেশের সরকারি ও বেসরকরি হাসপাতালগুলোতে মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে একটি বেড রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সস্য এ বি এম আনিছুজ্জামানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

ডা. সামন্ত লাল সেন বলেন, দেশে প্রতি ৫০ জন লোকের বিপরীতে সরকারি হাসপাতালে বেডের সংখ্যা ০.০২১১। প্রতিটি সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্যানুযায়ী দেশে সরকারি হাসপাতালে বেড সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি হাসপাতালে ৯৯ হাজার ৯৭৫টি। দেশের হাসপাতালগুলো সর্বমোট বেড রয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৭৫টি। মোট বেড সংখ্যার হিসাব অনুযায়ী প্রতি ৯৯০ জন মানুষের বিপরীতে একটি করে বেড রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ ডা. সামন্ত লাল সেন বেড স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর