গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৯
গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার ১ দশমিক ৩ শতাংশ। গাজাভিত্তিক হামাসের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে সামরিক ও বেসামরিক নিহতের আলাদা সংখ্যা জানানো হয়নি।
গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে কয়েকশ বেসামরিক ইসরাইলি নিহত হয়। হামাস আরও প্রায় আড়াইশ ইসরাইলিকে জিম্মি করে। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এর পর থেকে দৈনিক নিহতের সংখ্যা প্রকাশ করে আসছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিয়মিত বুলেটিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত ৭ অক্টোবরের পর মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৫।
তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ শুধুমাত্র যাদের মরদেহ পাওয়া গেছে তাদেরই নিহতের হিসাবে ধরা হয়েছে। গাজায় এখনও কয়েক হাজার নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনের নিচে মরদেহ আছে শত শত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণায় জানিয়েছে, এ পর্যন্ত আহত হিসেবে ৭০ হাজারের বেশি মানুষকে তালিকাভুক্ত করা হয়েছে।
সারাবাংলা/আইই