Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলালকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৯

ঢাকা: চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে তাকে বসিয়ে রাখে বলে অভিযোগ করেন তার একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার। অবশেষে ১২টা ৪০ মিনিটে ইমিগ্রেশন শেষ করে উড়োজাহাজে ওঠেন তিনি।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর হাওলাদার গণমাধ্যমকে জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এর আগে, ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই চেন্নাইতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে।

তিনি জানান, কারামুক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়। যদিও মোয়াজ্জেম হোসেন আলালের বিদেশে যেতে কোনো বাধা নেই— উচ্চ আদালতের এমন নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর হালদার বলেন, ‘এর আগেও অপারেশনের জন্য ভারতে যাওয়ার সময়ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ঢাকা বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখেছিল ইমিগ্রেশন পুলিশ।’

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল