সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ৫ শিক্ষক-শিক্ষার্থী আহত
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৮
নোয়াখালী: বিভাগের ফাইনাল ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একুশে এক্সপ্রেস বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। ফলে বাসের সামনের অংশ আঘাপ্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে স্থানীয় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা কেটে আহতদের উদ্ধার করে।
শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন- মো.সাজ্জাদুল করিম ও জয়নাব বিনতে মরিয়ম কলি।
শিক্ষার্থীদের মধ্যে আহত হয়েছেন- শামসুন্নাহার জলি, সুলতান শাহজাহান ও রেশমি নাম এক শিক্ষার্থী। তারা সবাই আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আহত নোবিপ্রবি আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম বলেন, এখন আমরা ঠিক আছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা দুইজন শিক্ষক আহত হয়েছি ও আমাদের তিনজন শিক্ষার্থী হয়েছে।
সারাবাংলা/ইআ