Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগা‌যোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৪ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১০

ফাইল ছবি

টাঙ্গাইল: জেলায় রেললাইনের উপর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়েছে। এতে করে ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দে‌শে ছে‌ড়ে যায়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দি‌কে বাসাই উপ‌জেলার সোনালিয় এলাকায় এ ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম এ তথ্য নিশ্চত করেন।

বিজ্ঞাপন

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তি পড়তে হয়েছে যাত্রীদের। এর মধ্যে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্স‌প্রেস ট্রেন টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে, লোকাল নাইন‌টি নাইন ট্রেন ‌বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্স‌েপ্রেস ট্রেন বঙ্গবন্ধ‌ু সেতু প‌শ্চিমপাড় স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে। এছাড়া ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্স‌প্রেস ট্রেন‌টি মৌচাক স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম বলেন, ইঞ্চিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে।

সারাবাংলা/এমএস/এনএস

টাঙ্গাইল ট্রেনের ইঞ্জিন বিকল

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর