Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুড়োদের দল’ বললে খারাপ লাগে মুশফিকের

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৩ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৪

অভিজ্ঞতাই বরিশালকে ফাইনালে তুলেছে, বিশ্বাস মুশফিকের

তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক; বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের তিনজন ছিলেন ফরচুন বরিশালে। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য অনেকেই বলেছিলেন, অভিজ্ঞতা থাকলেও বয়স্ক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টিতে বেশি সুবিধা করতে পারবে না বরিশাল। তবে সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফাইনালে উঠেছে সেই বরিশালই।

সাকিব-তামিমের ম্যাচে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ পর্যন্ত নায়ক মুশফিক। ম্যাচ শেষে মুশফিক বলছেন, ‘বুড়োদের দল’ বলে যারা কটাক্ষ করেছিলেন বরিশালকে, তাদের জবাব দিতে পেরেছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে তো অনেকেই বলেছে বরিশাল বুড়োদের দল! অভিজ্ঞদের দিয়ে টি-টোয়েন্টি খেলা হয় না। তো দেখুন আমরা কোথায়। এই কনসেপ্ট খুবই ভুল। অভিজ্ঞতার দাম সব ফরম্যাটেই আছে। এটাই দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে। কয়েকদিন পর তানজিদ তামিম, হৃদয়রা সিনিয়র হবে। তারাও একটা সময় চলে যাবে। সবাই তাদের লিগ্যাসিটা রেখে যায়। এগুলো বারবার বলা হয় এটা খুবই ভুল। সিনিয়র, জুনিয়র সবাই বাংলাদেশি। এটা সবার আগে মনে রাখতে হবে। আমরা দেশের জন্যই ক্রিকেট খেলি।’

বিজ্ঞাপন

বুড়োদের দল বললে খারাপই লাগে মুশফিকের, ‘এটা শুনে আমরা অনুপ্রাণিত হই না। আমার কাছে তো খারাপই লাগে। আপনি যদি অনেক তরুণকে আমার সামনে আনেন আমি নিশ্চিত আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। এটা আমি লিখে দিতে পারি। বয়স দিয়ে ফিটনেসের হিসাব করা যায় না, পারফরম্যান্স দিয়ে করতে হয়। বয়স শুধুই একটা সংখ্যা। নাহলে অ্যান্ডারসনের মতো প্লেয়ার রেয়ার থাকতো। আমি কাউকে প্রমাণ করার জন্য খেলি না। আমাকে যারা দলে নিয়েছে তাদের ধন্যবাদ, তামিমকেও ধন্যবাদ, বরিশালকেও। আমি যেন তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে পারি পারফরম্যান্স দিয়ে এটাই আমার লক্ষ্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

তামিম বরিশাল বিপিএল ২০২৪ মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর