Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রথম সারিতে রয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৯

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ প্রথম সারিতে রয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রমাণ দিয়েছে।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিন বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন মতবিনিময় সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এসবির অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ আমাকে আকৃষ্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম অভিযাত্রী বাংলাদেশ পুলিশ।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এবারের পুলিশ সপ্তাহের বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশপ্রেম ও পেশাদারিত্বের পরীক্ষায় বাংলাদেশ পুলিশ বার বার উত্তীর্ণ হয়েছে।’- এটা আপনাদের জন্য বড় স্বীকৃতি।”

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিষয়ের যৌক্তিক সমাধানে সরকার আন্তরিক।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্য জীবনের নিশ্চয়তা দিতে পুলিশ দায়িত্ব পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক বাড়িয়েছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ফলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ সফলভাবে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছে।’

তিনি জনগণকে কাঙ্ক্ষিত মাত্রায় সেবা দিতে পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সারাবাংলা/ইউজে/পিটিএম

পুলিশ সেবাদানকারী

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর