নাভালনিকে সমাহিত করা হবে শুক্রবার
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১২
কারাগারে মারা যাওয়া রাশিয়ার রাজনীতিবিদ অ্যালেক্সে নাভালনিকে শুক্রবার (১ মার্চ) সমাহিত করা হবে। বুধবার তার মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য জানিয়েছেন। বিবিসির খবর।
নাভালনির মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কোর একটি গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানিকতা শেষে নাভালনির মরদেহ বোরিসোভস্কয় কবরস্থানে সমাহিত করা হবে।
নাভালনি গত এক দশক ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী রাজনীতিকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন। তিনি পুতিনের কট্টর সমালোচক। নানা অভিযোগে কারাবন্দি ছিলেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে আকস্মিক মারা যান তিনি। তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি।
বুধবার এক বক্তৃতায় রাশিয়ার প্রয়াত নাভালনির স্ত্রী ইউলিয়া বলেছেন, শেষকৃত্য শান্তিপূর্ণ হবে কি না তা তিনি জানেন না। নাভালনিকে শেষ বিদায় জানাতে আসা ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছিলেন, শেষকৃত্য অনুষ্ঠানের জন্য জায়গা খুঁজে পেতে সংগ্রাম করতে হচ্ছে তাদের। কয়েকটি অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান ভাড়ার চেষ্টা করা হলেও ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে বলে তারা ফিরিয়ে দিয়েছে। অন্যরা নাভালনির নাম শুনে ভাড়া দিতে রাজি হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, নাভালনির দল চেয়েছিল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তার শেষকৃত্য সম্পন্ন করতে। কিন্তু এদিন কবর খোঁড়ার মতো কাউকে পাওয়া যায়নি। কারণ এদিন ভ্লাদিমির পুতিনের একটি গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে।
অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটা দ্রুতই স্পষ্ট হয়ে যায় যে, এদিন (২৯ ফেব্রুয়ারি) আশেপাশে এমন একজনও নেই যিনি একটি কবর খনন করতে পারেন।
ঝাদনভ বলেন, এর কারণ হলো পুতিন একই দিন একটি বড় ভাষণ দেবেন। ক্রেমলিন বুঝে যে, অ্যালেক্সির বিদায়ের দিন পুতিনের ভাষণকে কেউ পাত্তা দেবে না।
২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দি। গত বছরের শেষের দিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত সাইবেরিয়ার আর্কটিক পেনাল কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। গত ১৬ ফেব্রুয়ারি কারাগার কলোনির একটি কারাগারে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
সারাবাংলা/আইই