Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভার আকার বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১

ঢাকা: আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার আকার বাড়তে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আমার কাছে এখন পর্যন্ত এরকম কোনো সংবাদ নেই।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহবুব হোসেন। সংরক্ষিত আসনের এমপিদের শপথ হলো আজ। এর পরই মন্ত্রিসভার আকার বাড়তে পারে- এরকমটা বলা হচ্ছে। এরকম কোনো নির্দেশনা আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনো শুনিনি। সেরকম কিছু হলে অবশ্যই আপনারা জানবেন। নির্ধারিত সময়েই জানবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এর পর থেকেই আলোচনা রয়েছে যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে।

উল্লেখ্য, বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। মোট ৩৭ সদস্যের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই, নেই কোনো টেকনোক্রাটে মন্ত্রী। উল্লেখ্য, একাদশের মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ছিল ৪৯ জন।

সারাবাংলা/জেআর/পিটিএম

মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর