Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় অনৈতিক মুনাফা নয়: এফবিসিসিআই সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮

ঢাকা: রোজায় ব্যবসায়ীদের অনৈতিক মুনাফা না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে এফবিসিসিআই বোর্ডরুমে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও সামগ্রিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ীদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী, সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান মাস ইবাদতের মাস। আপনারা সারা বছর ব্যবসা করেন, রমজান মাসেও ব্যবসা করবেন। পৃথিবীর অন্য দেশগুলোতে ফেস্টিভালে ছাড় দেওয়া হয়। আমাদের দেশেও তেমন হতে হবে। আপনারা রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন। অনৈতিক মুনাফা করবেন না। প্রধানমন্ত্রী কিন্তু এ বিষয়ে সতর্ক আছেন। তাই এই দিক সবাইকে সাবধান হতে হবে।

মাহবুবুল আলম বলেন, রমজান মাসে সাপ্লাই চেইন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেইনে ঘাটতি হলে আর্টিফিসিয়াল ক্রাইসিস তৈরি হবে। এটা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। ব্যবসায়ীরা লাভও করে, লোকসানও করে। তবে এই লাভটা যেন ন্যায্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অসৎ ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই কথা বলবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ দিয়ে বাজার মনিটরিং করা হোক সেটি আমরা চাই না। এটার জন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনিটরিং করলেই হয়। আপনার এটা না করলে সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না। অসৎ ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই কোনো কথা বলবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

এফবিসিসিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর