ভাসানচরে বিস্ফোরণ: চমেকে নিহতের সংখ্যা বেড়ে ৪
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৭
চট্টগ্রাম ব্যুরো: নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই শিশুর নাম মো. সোহেল (৫)। সে রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সারাবাংলাকে জানান, পিআইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ সোহেল নামের আরও এক শিশু মারা গেছে। তার শ্বাসনালীর ৫২ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুসহ সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বেরা (৪) ও সন্ধ্যায় রবি আলম (৫) নামে আরও দুই শিশুর মৃত্যু হয়।
সারাবাংলা/আইসি/ইআ