Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতাকে হত্যা, ৪ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮

মুন্সীগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচনি সংহিসতার জের ধরে মুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় একই মামলায় ৫ জনকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ আদেশ দেন। এর আগে সকালে ওই আদালতে মামলার ৯ জন আসামি আত্মসমর্পণ করেন।

এরমধ্যে আসামি আলামিন, রাজু, খসরু নোমান ও মো. নাজিম হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে মীরকাদিম পৌর সভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, জিয়াউদ্দিন আহমেদ প্রিন্স, বাবুল ওরফে বর্নালী বাবুল, মনির ওরফে মনির হোসেন, মিন্টু ওরফে মিন্টু মিয়ার জামিন মঞ্জুর করা হয়।

৭ জানুয়ারি নির্বাচনের দিন সকালে মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের মুন্সীগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার টেঙ্গর এলাকার ভোট কেন্দ্রের পাশে নৌকা প্রতিকের সমর্থক মীরকাদিম পৌরসভার শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এ আসন থেকে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নির্বাচনে জয়লাভ করে।

হত্যার ঘটনায় জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় ১৫ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ৯ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, আজ জিল্লুর রহমান হত্যা মামলার ৯ আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ৪ আসামিকে কারাগারে পাঠান এবং ৫ আসামিকে জামিন দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আদালত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর