Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ২৭ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৬

ঢাকা: চলতি অর্থবছরে (২০২৩-২৪) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন কমেছে। অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে অগ্রগতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ১১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া, করোনা মহামারির মতো লকডাউন পরিস্থিতিতেও ২০১৯-২০ অর্থবছরে এই হার ছিল ৩২ দশমিক ০৭ শতাংশ। সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করে আইএমইডি।

বিজ্ঞাপন

তবে চলতি অর্থবছরের সাত মাসে টাকার অংকে খরচ বেশি হয়েছে। এই সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৭২ হাজার ৯০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ৭১ হাজার ৫৩৩ কোটি, ২০২০-২১ অর্থবছরে ৬১ হাজার ৪৯ কোটি এবং ২০১৯-২০ অর্থবছরে ব্যয় হয়েছিল ৬৮ হাজার ৯৮০ কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া আছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৯ হাজার কোটি, বৈদেশিক সহায়তার ৯৪ হাজার কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১১ হাজার ৬৭৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, গত সাত মাসে এডিপির মোট বাস্তবায়ন হয়েছে ২৭ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে সরকারি খাতের ২৫ দশমিক ৩৫ শতাংশ, বৈদেশিক সহায়তার ৩০ দশমিক ২০ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ২৭ দশমিক ৮০ শতাংশ। এর আগে, ২০২১-২২ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন হয়েছিল ৩০ দশমিক ২১ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ২৮ দশমিক ৪৫ শতাংশ।

এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে- দুর্নীতি দমন কমিশন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ।

আর পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিপি টপ নিউজ বাস্তবায়ন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর