Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের লিডারসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা মোড় বেলতলা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, শহরের পিটিআই বস্তির নজরুল ইসলামের ছেলে মো. পাভেল আলী (২৬), একই এলাকার মো. খায়রুল ইসলামের ছেলে মো. হামিম ওরফে সালমান (২৯), মসজিদ পাড়ার মৃত আয়নাল হকের ছেলে মো. সেলিম (২৭) এবং শিবতলা মালোপাড়ার মৃত অনিল কর্মকারের ছেলে শ্রী কার্তিক কর্মকার (৩০)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের সদস্যরা জানান, আটক মো. পাভেল আলী কিশোর গ্যাংয়ের লিডার। আটকৃতরা ছিনতাই, চাঁদাবাজিসহ এলাকায় প্রভাব বিস্তারে দেশীয় অস্ত্রসহ শোডাউন দিত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

আটক ৪ কিশোর গ্যাং চাঁপাইনবাবগঞ্জ লিডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর