Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনের তফসিল রমজানে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭

ঢাকা: আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি তাই ইভিএম থেকে সরে আসা হয়। যেগুলো ভালো ছিল সেগুলো দিয়ে হয়তো ২০ থেকে ২৫টি আসনে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেগুলো দিয়ে যতগুলো উপজেলায় ভোট করা সম্ভব সেটা নিয়ে সিদ্ধান্ত হবে।’

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোট হবে। চার ধাপে দেশের মোট ৪৮১টি উপজেলায় ভোট নেওয়া হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

উপজেলা নির্বাচন টপ নিউজ তফসিল রমজান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর