Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানিতে অতিরিক্ত খরচ ১২ বিলিয়ন ডলার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫

দিনাজপুর: ইউক্রেন যুদ্ধের কারণে তিন বছরে জ্বালানি তেলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় কৃষকবান্ধব। তিনি চিন্তা করেন কীভাবে সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায়। উনার সমস্ত পরিকল্পনার মূল দর্শনই মানুষের জন্য কিছু করা।’

তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় সোলার ইরিগেশন হচ্ছে। এটার ভবিষ্যৎ আছে। বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ-বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয় তার প্রভাব আমাদের উপরও পড়ে। ইউক্রেন যুদ্ধের জন্য গত তিন বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার লেগেছে। এতে রিজার্ভের উপর চাপ পড়েছে। না হলে কিছুই হতো না।’

তিনি আরও বলেন, ‘এখান থেকে একটি শিক্ষা হলো যে, আমরা যত বেশি স্বনির্ভর হতে পারব জ্বালানির ব্যাপারে ততই ভালো। সোলার ইরিগেশনকে সারাদেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকের জন্য সাশ্রয় হবে। এর মাধ্যমে কৃষিতে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব। নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারাদেশে এটি ছড়িয়ে দিতে চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীও চান।’

পরে তিনি প্রধান অতিথি হিসেবে এক মতবিনিময় সভায় অংশ নেন। রংপুর বিভাগীয কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌর বিদ্যুৎচালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর