লেবাননের অভ্যন্তরে ইসরাইলের বিমান হামলা
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫১
লেবানন ভূখণ্ডের গভীর অভ্যন্তরে সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করেছে।
আইডিএফ জানিয়েছে, সোমবার লেবাননে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমানগুলো লেবাননের উত্তর-পূর্বে বেকা উপত্যকার চারপাশে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় আক্রমণ করেছে।
এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছে, তিনটি হামলা রাজধানী বৈরুতের প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে বুদাই গ্রামে হয়েছে। একটি হিজবুল্লাহ ট্রাক কনভয়কে লক্ষ্য করে হামলা চালায় যুদ্ধবিমানগুলো।
ইসরাইলের এই হামলার জবাব হিসেবে লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অন্তত দুইজন যোদ্ধা নিহত হয়েছেন। তার দাবি, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত খাদ্য গুদামেও আঘাত হেনেছিল।
সারাবাংলা/ইআ