Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও বাড়ছে বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫১

ঢাকা: বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুতের নতুন দাম সংক্রান্ত গেজেট আজই জারি হতে পারে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকালে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এর আগে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম। এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি থেকে এক দফায় বাড়ে পাইকারি বিদ্যুতের দাম। এ নিয়ে গত দেড় দশকে পাইকারি পর্যায়ে ১২ বার ও ভোক্তা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের নতুন নির্ধারিত দাম মার্চ মাস থেকেই কার্যকর হবে। একইসঙ্গে বাড়ানো হবে বিদ্যুৎ উৎপাদন করা গ্যাসের দামও। তবে বাসাবাড়ি ও শিল্পপর্যায়ে এখনই দাম বাড়ছে না।‘

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।’

বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলেও জানান প্রতিমন্ত্রী।

পাশপাশি গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্পপর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই গ্যাসের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ নসরুল হামিদ বিদ্যুতের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর