ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া সেই এয়ারম্যান মারা গেছেন
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন এয়ারম্যান মারা গেছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মার্কিন সামরিক বিভাগ পেন্টাগন জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে তিনি আত্মহত্যার জন্য গায়ে আগুন দিয়েছিলেন এরন বুশনেল নামের এই মার্কিন বিমান বাহিনীর এই সদস্য। তার বয়স ২৫ বছর। তিনি টেক্সাসের সান অ্যান্তোনিওর বাসিন্দা। সোমবার ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তিনি মারা গেছেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, গায়ে আগুন দেওয়ার আগে তিনি বলেছিলেনম, আর গণহত্যার সঙ্গে জড়িত থাকবেন না।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইলি কূটনৈতিক মিশনের সামনে এ ধরনের আত্মহত্যার চেষ্টা এই প্রথম নয়। এর আগে গত বছরের ডিসেম্বরে জর্জিয়ায় ইসরাইলি কনস্যুলেটের সামনে আরেক এক ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সারাবাংলা/আইই