মঙ্গলবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭
ঢাকা: লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- মগবাজার, পেয়ারাবাগ, ইস্কাটন ও এর আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন জরুরি প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রাজধানীর মগবাজার, ইস্কাটন, মধুবাগ, নয়াটোলা, তেঁজগাও, হাতিরঝিল, মিরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময় এসব এলাকার চারপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
সারাবাংলা/জেআর/পিটিএম